সাপছড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহীনদের জন্য রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নির্মানাধীন ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মঙ্গলবার (৩ আগস্ট ২০২১) বিকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্যরা ।