গুড়ি গুড়ি বৃষ্টি, পাহাড় ধ্বসের ঝুঁকিতে শহরের ৫হাজার মানুষ

১৫৫

স্টাফ রিপোর্টার :

বুধবার (০৪ জুলাই ২০২১) বিকেল থেকে রাঙামাটিতে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। মাঝে মাঝে হচ্ছে ভারি বর্ষণ। আবহাওয়া অফিস পূর্বভাস দিয়েছে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। বৃষ্টি লাগাতার হলে পাহাড় ধ্বসের ঝুঁকিতে পড়বে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ের উপরে ও নীচে বসবাসকারীরা। প্রশাসনের হিসেব মতে শহরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় পাঁচ হাজার।

রাঙামাটি শহরের ভেদভেদী, রাঙ্গাপানি, যুব উন্নয়ন এলাকা, শিমুলতলী, রূপনগর, আনসার ক্যাম্প পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকাসহ আরো বেশ কিছূ এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি গড়ে উঠেছে। কেউ পাহাড়ের চুড়ায়, কেউ পাহাড়ের নীচে বা কেউ পাহাড়ের কোল ঘেষে বসতি গড়ে তুলেছেন। টানা বৃষ্টি হলেই যে কোন সময় এসব এলাকায় পাহাড় ধসের ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে।

ইতোপূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড লাগানো হয়েছে। এ ছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচারনা চালিয়ে বসতি সরিয়ে নেয়ার আহবান জানানো হয়।  তবে এসব এলাকা থেকে একটি পরিবারও সরে যায়নি। এমতাবস্থায় প্রশাসন বৃষ্টির সময় বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়।

রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) জানান, ঝুঁকিপূর্ণ তালিকা দেখে এলাকায় এলাকায় গিয়ে মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার আশে পাশে খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র।

রাঙামাটি পৌরসভার কাউন্সিলর রবি মোহন চাকমা জানান, মানুষকে নিরাপদে সরে যেতে সচেতন করা হচ্ছে। অন্তত বৃষ্টির সময় যেন আশ্রয় কেন্দ্রে যায় সেজন্য বোঝানো হচ্ছে।

উল্লেখ্য: ২০১৭ সালে ভয়াবহ পাহাড় ধসে রাঙামাটিতে একদিনে ১৪০ জন মারা যায়। পরের বছরও মারা গেছে ১৪ জন।

 

Facebook Comments Box
You might also like