রাউজানে অস্ত্রসহ কিশোর গ্রেপ্তার

৫৭

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি অস্ত্রসহ মো. তারেক (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ। ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। সে উপজেলার চিকদাইর ইউনয়নের ৯নম্বরওয়ার্ডের পাঠান পাড়া গ্রামের মো. বারেকের পুত্র।

রাউজান থানা সূত্রে জানা যায়, ১১ আগস্ট বুধবার রাত সাড়ে ১১টায় রাউজান পৌরসভার আদালত ভবনের সামনে থেকে তারেককে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। সে পেশায় রংমিস্ত্রির হেলপার। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে সে ঘর থেকে বের হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানিয়েছে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় মো. তারেক (১৬) নামের একজনকে
গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

Facebook Comments Box
You might also like