রাউজানে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

৭৪

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুনীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় মো. ইসমাইল হোসেন ওরফে ইমন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
রাউজান থানা সূত্র জানায়, ১১ আগস্ট বুধবার রাতে ডাবুয়া রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের আহমেদ চৌধুরী বাড়ির মো . আব্বাসের পুত্র।
রাউজান থানা সূত্রে জানা যায়, মো. ইসমাইল হোসেন ওরফে ইমন নামের এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েকমাস ধরে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সর্বশেষ গত ৩০ জুলাই বিকেলে মেয়েটির বসতঘরে তার পরিবারের সদস্যগণ না থাকার সুযোগে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে মেয়েটির পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর ইমনের পরিবারে
বিয়ের প্রস্তাব দিলে তারা অস্বীকৃতি জানায়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য টাকার বিনিময়ে সমঝোতা করার চেষ্টাও করেন বলে মেয়েটির পরিবার অভিযোগ করেন। এই ঘটনায় গত বুধবার রাউজান থানায় ভুক্তভোগী তরুনী ধর্ষণ মামলা দায়ের করলে বুধবার রাতেই রাউজান পৌরসভাস্থ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদল্লাহ আল হারুন বলেন, ‘ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর এক যুবককে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

Facebook Comments Box
You might also like