১৯ আগস্ট হতে শর্ত সাপেক্ষে পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র খোলা থাকবে
স্টাফ রিপোর্টার
আগামী ১৯ আগস্ট হতে শর্ত সাপেক্ষে পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলো খোলা থাকবে। বৃহষ্পতিবার (১২আগস্ট ২০২১) মন্ত্রী পরিষদ বিভাগের দেয়া এক প্রজ্ঞাপনে এ খবর জানানো হয়।
মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আগামী ১৯ আগস্ট হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অর্ধেট সীট খালি রেখে সকল গণ পরিবহন, রিসোর্ট, পর্যটন ও বিনোদন কেন্দ্র চালু করা যাবে। এ সময় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।