নানিয়ারচরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
স্টাফ রিপোর্টার :
রাঙামাটির নিয়ারচরের হাজাছড়া এলাকা থেকে রুপায়ন চাকমা(৩৮) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহীনি। আটককৃত ব্যাক্তি হাজাছড়া এলাকার বাসিন্দা ক্ষমতাধর চাকমার ছেলে। সে ইউপিডিএফ মূল দলের হয়ে পাহাড়ে সন্ত্রাসী ও খুন চাদাবাজীতে সক্রিভাবে অংশগ্রহণ করতো বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
নানিয়ারচর থানা ও জোন সূত্রে আরো জানা গেছে, কুতুকছড়ি এলাকার ১.৫ কিলোমিটার ভিতরে হাজাছড়া গ্রামে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল বৃহষ্পতিরবার দিবাগত (১৩ই আগষ্ট) রাত ২টায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রুপায়ন চাকমাকে আটক করে।
এ সময় সফল তার কাছে পাওয়া যায় , থ্রী নট থ্রী-০.৩০৩ ও বল এ্যামুনেশন-০৫টি, নোটবুক-০২, চাদার রশিদ বই-২টি, সিম কার্ড ,স্মার্ট ফোন মোবাইল-১টি,০২টি নরমাল বাটন ফোন,২টি ভোটার আইডি কার্ড।
এদিকে নানিয়ারচর সেনা জোন কমান্ডার গোলাম মাবুদ হাসান(পিএসসি)জানিয়েছেন, এই অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ইউপিডিএফ মূল দলের হয়ে এ যাবতকাল কাজ করে আসছেন,
এবং তার বিরুদ্ধে খুন, অস্ত্রের একাধিক মামলা থাকতে পারে, আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।