এতিমদের একবেলা খাওয়ালো “অঙ্গিকার”
স্টাফ রিপোর্টার :
করোনাকালে সংকটে থাকা এতিম মাদ্রাসা ছাত্রদের একবেলা খাওয়ালো রাঙামাটি শহরের নব গঠিত স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন “অঙ্গিকার”। শুক্রবার দুপুরে রাঙামাটি সদরের মানিকছড়ি মাদ্রাসায় অবস্থানরত এতিম শিশুদের জন্য খাবার নিয়ে যান সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যদের নিজেদের দেয়া অর্থ ও বিত্তবানদের সহায়তায় এ আয়োজন করে “অঙ্গিকার”। এ সময় সংগঠনের কর্মকর্তা মোর্শেদা আক্তার, আবু সালেহ, মনির হোসেন, বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে এ সংগঠনটি রাঙামাটি শহরের ভাসমান ও মানসিক ভারসাম্যহী মানুষের মাঝে খাবার বিতরণ করে।
মানবিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।