বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত
বাঘাইছড়ি ( রাঙামাটি ) প্রতিনিধি:
রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামিলীগ পৃথকভাবে এই দিবসটি পালন করে। দিনের শুরুতেই অর্ধনমিত জাতীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পৌরসভার মেয়র জাফর আলী খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান সহ সরকারী-বেসরকারী কর্মকর্তাগণ।
অন্যদিকে সকাল ৭ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় পরে উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি আলী হোসেন এর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বৃষকেতু চাকমা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ সভাপতি দীলিপ কুমার, দানবীর চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জমির হোসেন সহ অন্যান্য নেতাকর্মী।