রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে শোক দিবস পালন

৩৩

স্টাফ রিপোর্টার : 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান প্রয়াণ ও জাতীয় শোক দিবস রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধার সাথে পালন করেছে।

দিবসটি পালনে প্রতিষ্ঠানে দিনব্যাপী নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হয়। এরমধ্যে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে রচনা, চিত্রাঙ্কন  এবং হামদ ও নাত প্রতিযোগিতাসহ গুগল ফর্মে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এছাড়াও প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মসজিদে ১৫ই আগস্টে শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিবসটির  সম্পর্কে  প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন,” বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কময় এবং সর্বোচ্চ বেদনাবহ দিন এই শোকাবহ ১৫ই আগস্ট। আজকের এই দিনে আমি ও আমার প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ও ১৫ই আগস্টে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি।”

 

Facebook Comments Box
You might also like