জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে নাগরিক পরিষদের দোয়া মাহফিল

১১৯

স্টাফ রিপোর্টার :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখা। রবিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, দোয়া ও মুনুজাত পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তার, নাগরিক পরিষদের জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবীব আজম, যুগ্ন সম্পাদক নুরুল আবচার সহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে ১৫ আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

Facebook Comments Box
You might also like