কাউখালীতে পাথর বোঝায় ট্রাকের ভারে ভেঙ্গে গেছে বেইলি ব্রিজ

৯৪

স্টাফ রিপোর্টার :

রাঙামাটি কাউখালী উপজেলায় অতিরিক্ত পাথর বোঝায় করা ট্রাক পার হওয়ার সময় পোয়াপাড়া বেইলি ব্রিজ ভেঙে পড়ে ট্রাক খাদে পড়েছে। এ সময় ট্রাকের চালক ও দুজন সহকারী আহত হয়েছেন।
শুক্রবার রাত আনুমানিক ১২টার সময় এ দূর্ঘটনা ঘটে। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার ইসরাত ফাতেমা জানান, আহতরা এখন পর্যন্ত সুস্থ আছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ভর্তি রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামের পতেঙ্গা টোলরোড থেকে কাউখালীতে আলোচিত দীর্ঘদিন বন্ধ থাকা টেকনিক্যাল কলেজের ভবন নির্মানের জন্য অতিরিক্ত পাথর বোঝাই (আনুমানিক ৩০টন) নিয়ে দশ চাকার ট্রাকটি পোয়াপাড়া বেইলি ব্রিজে উঠে। এরপর বিজ্রের অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় কাউখালী উপজেলা থেকে নাইল্যাছড়ি সড়কে সড়কযোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে যাতায়াতকারী হাজার হাজার মানুষ।
কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যাজাই মার্মা জানান, ৫/৭ টন ওজন বহনের সক্ষমতা নিয়ে ৮২’র দশকের শেষের দিকে নির্মিত বেইলি ব্রিজটি অনেক আগেই জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।২০০৪ সালে একিভাবে গাছ বোঝায় ট্রাকসহ ভেঙে পড়লে নতুন করে ব্রীজটি সংস্কার করা হয়। তবে কয়েকবছর না যেতে ব্রিজটি যানচলাচলে সক্ষমতা হারিয়ে ফেলে।
দুর্ঘটনা কবলিত ১০ চাকার পাথর বোঝায় ট্রাকটি প্রায় ৩০ হতে ৩৫ টন ওজনের ছিল।ফলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে বেইলি ব্রিজটি ধসে পড়েছে বলে জানিয়েছেন কাউখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা মুকুন্দলাল ত্রীপুরা।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটি ‘অতিরিক্ত ভার’ বহন করায় সেতুটি ধসে পড়ে।আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচল শুরু করার চেষ্টা করছি। এবং অতিরিক্ত পাথর বোঝায় করে পারাপারের কারনে ব্রিজটি ভেঙে পড়াতে টেকনিক্যাল কলেজের টিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার প্রস্ততি চলছে।

Facebook Comments Box
You might also like