কেপিএম পরিদর্শন করলেন বিসিআইসি চেয়ারম্যান
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজ তৈরির প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) পরিদর্শনে এসেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ এমদাদুল হক।
রোববার ( ২২ আগস্ট ২০২১ ) বেলা সাড়ে ১১টায় তিনি কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস।
এ সময় বিসিআইসির পরিচালক মোঃ লুৎফর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এবং কর্ণফুলী পেপার মিলের উধ্বর্তন কর্মকর্তা এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বিসিআইসির চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ এমদাদুল হক কর্ণফুলী পেপার মিল পরিদর্শনের পাশাপাশি সার্বিক উন্নয়নে মিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক আলোচনা সভায় মিলিত হন।