জুরাছড়ি সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ একজন আটক

১৪৪

ডেস্ক রিপোর্ট :

রাঙামাটির জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত কুকিমাড়া এলাকায় পাহাড়িদের আঞ্চলিক সংগঠন জেএসএস ( মূল ) এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ সময় এক সন্ত্রাসীকে আটক করা হয়।

সেনা বাহিনী সুত্রে জানা যায়, গায়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল জুরাছড়ি উপজেলার কুকিমাড়া এলাকায় জেএসএস ( মূল ) এর আস্তানায় বিশেষ অভিযান চালায়। এ সময় জেএসএস (মূল) এর আস্তানায় অবস্থানরত সন্ত্রাসী দলের সাথে সেনাবাহিনীর টহল দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেপরবর্তীতে নিরাপত্তা বাহিনীর চাপে সন্ত্রাসীদল ওই এলাকা হতে পলায়ন করলে পরে এলাকা তল্লাশী করে একটি এসএমজি ২০ রাউন্ড এসএমজির এ্যামুনিশন, একটি পিস্তল ১০ রাউন্ড পিস্তল এ্যামুনিশন , দুটি ম্যাগাজিন চারটি দা, একটি ছুরি , একটি ওয়াকিটকি সেট , দুই জোড়া ইউনিফরম, পাঁচটি কম্বল , একটি টুপি , চারটি মোবাইল , ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, দলিল দস্তাবেজ, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী অন্যান্য সরঞ্জামাদি সহ জেএসএস ( মূল ) এর একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়

 

Facebook Comments Box
You might also like