বাঘাইছড়িতে বিজিবি’র সহায়তায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেল যুবক

১০৩

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম নিউথাংনান এলাকায় পাহাড়ি ছড়ায় মাছ ধরতে গিয়ে পা পিছলে পাথরে পরে মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছে অজয় বিকাশ ত্রিপুরা (১৮)।  নিউথাংনান এলাকার মৃত সর্বশন ত্রিপুরার ছেলে বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (২১ আগস্ট ২০২১) দুপুরে এই ঘটনা ঘটে। খবর পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী ৫৪ বিজিবি’র নিউথাংনাং বিওপিতে নিয়ে আসে। এ সময় বিজিবি’র মেডিকেল অফিসার এর দিক নির্দেশনায় আহত অজয় বিকাশ ত্রিপুরাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও মাথার ক্ষত স্থানের সেলাই দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করেন বিজিবি’র বিওপি চিকিৎসক। শেষ খবর পাওয়া পর্যন্ত অজয় বিকাশ ত্রিপুরা এখন অনেকটাই আশংকা মুক্ত রয়েছে এবং বিজিবি তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছে।

উল্লেখ্য যে, ইতোপূর্বেও বিজিবি’র সহায়তায় এলাকার অসহায় অনেক মুমূর্ষ রোগী প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে সুস্থ হয়ে সুন্দর সুস্থ্য জীবন যাবন করছে। আগামী দিনেও পাহাড়ের এসব অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিজিবি।

Facebook Comments Box
You might also like