মুনিরীয়ার অনুসারীরা আবারো ষড়যন্ত্র শুরু করছে–ফজলে করিম এমপি

১২৪

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে রাউজানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শনিবার বিকেলে রাউজান মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি মুনিরীয়ার অনুসারীরা আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু করছে। তাদের বিরুদ্ধে দলের নেতা-কর্মী থেকে শুরু করে সবাইকে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। শান্তির জনপদে তাদের উগ্রবাদী কর্মকাণ্ড করার কোনো সুযোগ জনগণ দেবেনা। সাংসদ একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্নার শান্তি কামনা করেন।

যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম,সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ দ্পতর সম্পাদক হাসান মুহাম্মদ রাসেল,মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা বেগম, সদস্য দোস্ত মুহাম্মদ খাঁন, আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোহাম্মদ নাছের, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহজাহান ইকবাল, শাহ আলম চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, এসএম বাবর, ইফতেখার হোসেন দিলু, কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, আ.লীগ নেতা মাহবুবুল আলম, দিদারুল আলম, রুনু ভট্টচার্য্য, জিয়াউল হক সুমন, শফিউল আলম, শাহজাহান কবির, পৌর আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম শাহজাহান, মুছা আলম খান চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, আব্দুল লতিফ, যুবলীগ নেতা মোঃ আলমগীর, তপন দে,আবু ছালেক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু, তানভীর চৌধুরী, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ নাছির, বেলাল হোসেন সিফাত, জুয়েল, ইমন। রাউজান পৌরসভার মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজানে মুনিরীয়ার কোনো কর্মকাণ্ড চলবে না। তারা রাউজান থেকে বিতারিত হয়ে শান্তির জনপদে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের সকল ষড়যন্ত্র অতীতের ন্যয় জনগণ রুখে দাঁড়াবে। বক্তারা বলেন, এ দেশকে নেতৃত্বশূণ্য করতে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। ভাগ্যক্রমে সেদিন তিনি প্রাণে বেঁচেছিলেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বিনির্মাণে তিনি নিজেকে উজার করে দিয়েছেন। আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ একটি বিস্ময়। আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী।

Facebook Comments Box
You might also like