রাউজানে দুর্বৃত্তের আগুণে পুড়লো দুটি অটোরিক্সা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে দৃর্বৃত্তের আগুণে পুড়ে গেছে দুটি সিএনজি অটোরিক্সা। উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের রশিদের পাড়া এলাকার আনোয়ার হাজীর বাড়ীর সিএনজি অটোরিক্সা চালক নুরুল আলম ও মোঃ ফারুক জানান, প্রতিদিনের ন্যায় সিএনজি চালানো শেষে রাতে বাড়ি ফিরে বাড়ীর গোয়ালঘরে সিএনজি রেখে ঘুমাতে যান তারা। রাত আনুমানিক ১১ টার সিএনজি অটোরিক্সাতে আগুন জ¦লতে দেখে স্থানীয়দের শোর-চিৎকার শুণে ঘর থেকে বের হয়ে দেখেন আগুণে দুটি সিএনজি পুড়ে যায়।
অটোরিক্সা চালক নুরুল আলম, ও ফারুক আরো বলেন, আমাদের সাথে কারো সাথে কোন বিরোধ ছিলনা। আমরা সিএনজি চালিয়ে সংসার চালাই। করোনার এই পরিস্থিতিতে আমাদের কি হবে ?
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।