১৫ই আগস্ট ও ২১শে আগস্টে হামলায় শহীদের স্বরণে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৯৫

রাঙামাটি প্রতিনিধি

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নারীনেত্রী আইভি রহমানসহ সকল শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শু

ক্রবার বিকেলে বাংলাদেশ যুব মহিলালীগ রাঙামাটি জেলা শাখা, সদর উপজেলা , পৌর শাখা উদ্যোগে রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় রাঙামাটি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ফিরোজা বেগম চিনু , তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো মমতাজ উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা মৎসজীবীলীগের সভাপতি উদয়ন বড়ুয়া সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
You might also like