পারভেজুল ইসলাম সুমনের পিতার মৃত্যুতে শোক

১১০

স্টাফ রিপোর্টার :
রাঙামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ ও মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “হিল নিউজ” এর সাব এডিটর মোঃ পারভেজুল ইসলাম সুমনের পিতা মোঃ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন)। তিনি শুক্রবার (২৭আগস্ট ২০২১) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলাস্থ ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

মরহুমের ইন্তেকালে শোক জানিয়েছেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “হিল নিউজ” এর সম্পাদক মোহাম্মদ সোলায়মান। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়াও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক পারভেজুল ইসলাম সুমনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

Facebook Comments Box
You might also like