কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

১১৩

স্টাফ রিপোর্টার
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে লক্ষীভূষণ ত্রিপুরা (৫৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯আগস্ট ২০২১) সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের পেদাটিংটিং এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তি বালুখালী ইউনিয়নের আমতলী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার ভোর রাতে কাপ্তাই হ্রদে মাছ শিকার করতে যান লক্ষীভূষণ ত্রিপুরা। সময় কাপ্তাই হ্রদের পানিতে নিখোঁজ হন তিনি। পরে তাঁর স্বজনরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লক্ষীভূষণের ভাসমান মরদেহ উদ্ধার করে। রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
You might also like