নাইক্ষ্যংছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান প্রতিনিধি)
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে শনিবার থেকে মৎস্য সপ্তাহের সূচনায় উপজেলা মৎস্য অফিসের পক্ষে এলাকায় মাইকিং করে প্রচারণা চালিয়েছে। রবিবার (২৯ আগস্ট ২০২১) নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের পুকুরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান এছাড়াও ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুকান্ত কুমার সেন, মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক হাসান, ক্ষেত্র-সহকারী (রাজস্ব) অতিরিক্ত দায়িত্বরত পাহাড়ী প্রকল্প মোঃ আবদুল্লাহ,অফিস সহকারী মোঃ আইয়ুব আলী, ক্ষেত্র সহকারী সাদিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ। এসময় উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক হাসান বলেন বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি এ প্রতিপ্যাদকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।