কাপ্তাইয়ের কুকিমারায় দূবৃর্ত্তের গুলিতে বৃদ্ধ কৃষক নিহত

৭৯

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের বড়ইছড়ি -ঘাগড়া সড়কের পাশে কুকিমারা এলাকায় দূর্বৃত্তের গুলিতে ৭০ বছর বয়সী এক কৃষক নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম থোয়াই অংপ্রুুগ্রী মারমা। তিনি কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে বলে জানান ঐ ওয়ার্ডের ইউপি সদস্য অংসাপ্রু মারমা। নিহত ব্যাক্তি পেশায় একজন কৃষক। ঘটনার সময় তিনি এ রাস্তা দিয়ে কৃষি কাজ সেরে তাঁর বাড়িতে ফিরছিলেন। সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫ টার কিছুটা পর এই ঘটনা ঘটে বলে জানান ইউপি সদস্য অংসাপ্রু মারমা।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তি কিভাবে মারা গেছে তা এখনোও জানা যায়নি, তদন্ত পূর্বক এই ঘটনার বিস্তারিত জানা যাবে। এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং লাশ বর্তমানে কাপ্তাই থানায় পুলিশের হেফাজতে রয়েছে বলে ওসি জানান। তিনি জানান এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
You might also like