রাঙামাটিতে মাদকব্যবসায়ীদের হামলায় মুক্তিযোদ্ধা সন্তান গুরুতর আহত
স্টাফ রিপোর্টার :
রাঙামাটি শহরের পুরানবস্তি এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ তালুকদারের ছেলে পারভেজ আহমেদ লুকদারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল মাদকব্যবসায়ী। বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ হামলার ঘনা ঘটে। গুরুতর আহত পারভেজ তালুকদার বর্তমানে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত পারভেজ তালুকদার অভিযোগ করেন, তাদের পারিবারিক বিষয় নিয়ে তার বড় ভাই ফারুক আহমেদ তালুকদার বিপুর সাথে বাকবিতন্ডা হয়। এ সময় তার ভাইয়ের সহযোগি এলাকার চিহ্ণিত মাদককারবারী রাশেদুল ইসলাম, পিতা আব্দুল মালেক ও হাসনাত হোসাইন ওরফে ছোটন সহ বহিরাগত আরো প্রায় ১৪-১৫ জন তার উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র ও লাটিসোটা দিয়ে পারভেজ তালুকদারকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তার মা ও স্ত্রী এগিয়ে আসলে সে প্রাণে রক্ষা পায় বলে পারভেজ তালুকদার জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করান।
পারভেজ তালুকদার জানান, “রাশেদুল ইসলাম সহ আমার বড়ভাই ফারুক আহমেদ তালুকদার বিপু এলাকার দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে। এলাকাবাসীর সাথে আমিও তাদের এসব অনৈতক কার্যক্রমের প্রতিবাদ করায় তারা আমাকে বিভিন্ন সময়ে হামলা চালিয়ে হত্যা চেষ্টা করে।”
পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন জানান, পারভেজ তালুকদার ও তার ভাই বিপুর সাথে তাদের পুরোনো পারিবারিক দ্বন্ধ ছিলো। কিন্তু গতকাল বৃহষ্পতিবার বিপুর সহযোগি রাশেদসহ বেশ কয়েকজন বহিরাগত সন্ত্রাসী পারভেজ তালুকদারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আমি নিজেই পারভেজকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। তিনি জানান রাশেদ গংরা পুরো এলাকা অশান্ত করে রেখেছে। তারা সন্ত্রাসী, মাদক কারবারসহ নানা অপকর্মে জড়িত রয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন পরে সেখানে পুলিশ পাঠিয়েছেন। তিনি জানান হামলাকারীরা মাদক সহ বিভিন্ন অপকর্মে জড়িত শুনেছি। মামলা হলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাসেল আহমেদ এ ঘটনার নিনআ জানিয়ে বলেন, হামলাকারী সন্ত্রাসী ও মাদককারবারীদের আইনের আওতায় আনতে হবে। একজন মুক্তিযোদ্ধা সন্তানের উপর সন্তদ্রাসীদের হামলা খুবই উদ্বেগজনক।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী