বাঘাইহাটে সেনা অভিযানে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার

১৭৫

স্টাফ রিপোর্টার 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পশ্চিম জারুলছড়ি হতে অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য দ্রব্যাদি বাঘাইহাট জোনের সেনা অভিযানে উদ্ধার হয়।

রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) গোপন সংবাদের ভিত্তিতে, পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী গোপনে অবস্থান করছে জানতে পেরে বাঘাইহাট জোন একটি বিশেষ অভিযান দল অভিযান চালায়। সেনা উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাবার উদ্যোগ নেয়। এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়। পরবর্তীতে উক্ত স্থানে সেনাবাহিনীর আভিযানিক দল তল্লাশি করে ০২ একে-৪৭, ০২ একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, ০২টি মোবাইল ও ০৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমান নথিপত্র উদ্ধার করা হয়।

Facebook Comments Box
You might also like