ইউপিডিএফকে সতর্ক করলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার
বিশেষ প্রতিনিধি :
রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ইউপিডিএফ’র অস্ত্রধারী যারা আছেন তাদের জন্য শেষ সর্তক বার্তা দিয়ে বলেছেন, আপনাদের আমি লাস্ট ওয়ার্নিং দিতে চাই। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আপনাদের অনেক ছাড় দিয়েছি। যা করেছেন যতষ্ট। আর না। আমরা এতটুকু নিশ্চিত করতে পারি-আমরা পার্বত্য চট্টগ্রামে যতদিন আছি এখানে কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। আপনাদের নিশ্চিত করতে পারি আমরা যতদিন পার্বত্য চট্টগ্রামে আছি রাঙ্গামাটি রিজিয়ন থেকে আমরা নিশ্চিত করবো আপনারা এই দেশ থেকে বিতারিত করা হবে। আপনারা যাদের মদদে কাজ করছেন আপনাদের সেই দেশে চলে যেতে হবে।
তিনি গত বুধবার রাতে দুর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটি শহরের তবলছড়ি রক্ষা কালি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, তবলছড়ি রক্ষাকালি মন্দির কমিটির সভাপতি আশীষ কুমার, সাধারণ সম্পাদক পংকজ মল্লিক (টিটু), তবলছড়ি কালিমন্দির দুর্গা পুজা উৎসব কমিটির আহবায়ক রাজন লক্ষী, সদস্য সচিব রাজন নন্দী, কোষাধ্যক্ষ অনিক দেসহ সনাতন নেতৃবৃন্দ।
রিজিয়ন কমান্ডার আরো বলেন, খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় যেটা হয়েছে সেটা আমাদের বিশ^াসে ফাটল ধরাতে চেষ্টা করেছে। আমরা আনন্দিত রাঙ্গামাটিবাসী কোন ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি। তাই শান্তিপূর্ণ ভাবে এই দিনটি আমরা উদযাপন করতে পারছি। এলাকার শান্তি শৃঙ্খলা ঠিক থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কাজ করতে পারবে।