রাঙামাটি’র মেয়ে ইফফাত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মনোনীত
স্টাফ রিপোর্টার :
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাথমিক শিক্ষা বিভাগে (সাধারণ) জাতীয় পর্যায়ে ” গুণী শিক্ষক-২০২৫ ” হিসাবে রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলার শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ইফফাত জাহান মনোনীত হয়েছেন। আগামী ৫ই অক্টোবর’২০২৫ উসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ এ তাকে সম্মাননা প্রদান করার কথা রয়েছে। তিনি ২০২৫ সালে উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে গুনী শিক্ষক পদে সহকারি শিক্ষকদের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন।
তিনি বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের একজন সঞ্চালক ও কথিকা শিল্পী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ইফফাত রাঙামাটির প্রবীন ও বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের কনিষ্ঠ কন্যা এবং রাঙ্গামাটি চেম্বার
। তাদের দুই কন্যা সন্তান ইয়াশনা আহমেদ ও ইয়াশফা আহমেদ রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর ছাত্রী।
তিনি ২০০৭ সালে প্রাথমিক শিক্ষা বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন।
গুণি শিক্ষক মনোনীত হওয়ায় ইফফাত জাহান বলেন- মহান আল্লাহর রহমত এবং মানুষের দোয়া ও ভালোবাসায় আমার এ প্রাপ্তি। আমি উপজেলা, জেলা, বিভাগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল শিক্ষা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রধান শিক্ষক সহ সকল সহকর্মী, অভিভাবক এবং ছাত্র ছাত্রীর প্রতি। আমি মনে করি এই অর্জন সকলের এ অর্জন রাঙ্গামাটি পার্বত্য জেলার। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে এবং সততার সাথে পালন করতে পারি এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে পারি সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
ইফফাতে এ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির বিভিন্ন মহল।