পাল হারানো এক বুনো হাতির আতঙ্কে রাঙামাটির নানিয়ারচরের মানুষ
পাল হারানো এক বুনো হাতির আতঙ্কে রয়েছেন রাঙামাটির নানিয়ারচর উপজেলার মানুষ। আক্রমন থেকে বাঁচতে রাত জেগে হাতিটিকে পাহাড়া দিচ্ছে গ্রামবাসী।
স্থানীয়রা জানায়, গেল মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি এলাকা থেকে এই হাতিটি নানিয়ারচর উপজেলার ফিরিংগি পাড়া, মহাজন পাড়া ও ছয়কুড়ি বিলে অবস্থান নেয়।
বৃহস্পিতবার সকালে হাতিটি উপজেলার বগাছড়ি হতে কালো পাহাড়ের দিকে বিচরন করছে।
গ্রামবাসীরা জানায়, হাতিটি এলাকার ধান, আখের খেত, নারিকেল গাছ, আম বাগান সহ বিভিন্ন ফসলী বাগানের ক্ষতি করেছে।
নানিয়ারচর বনবিভাগ কর্মকর্তা আজিজুল হক জানান, বুনো হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে গ্রামবাসী কে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ঢাক ঢোল বাজিয়ে হাতি তাড়ানোর জন্য জানানো হয়েছে।