রাঙামাটি শহরে ১২জনকে জরিমানা
॥ স্টাফ রিপোর্টার ॥
কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাঙামাটি শহরে ১২জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বিধি নিষেধ না মেনে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় এবং মাস্ক না পরায় তাদের জরিমানা করা হয়। রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি জানান, কঠোর বিধিনিষেধের প্রথমদিনে দিনভর অভিযান চালিয়ে ১২জনের বিরুদ্ধে ১২টি মামলায় ৩৯০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, শহরের সবকটি এলাকায় জেলা প্রশাসনের সাতজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে সাতটি মোবাইল কোট অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
কঠোর বিধিনিষেধ কার্যকর করতে প্রথমদিনে রাঙামাটি শহরে ব্যাপক তৎপর ছিলো জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমদিনে রাঙামাটি শহর অনেকটাই ফাঁকা ছিলো।