নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম ) :
করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে কর্মহীন শতাধিক পরিবহন শ্রমিক ও নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ প্রদান করা হয়। স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় চাল, ভোজ্য তেল, চিনি, লবন, পেঁয়াজ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পন্য সামগ্রী বিক্রিয় সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
শনিবার (৩ জুলাই ২০২১) সকাল ১১ টায় ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী অস্থায়ী বিক্রয় সেবাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুরুন নবী, পাহাড়তলী ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএএম রুবেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ হোসেন রুবেল, সহ সম্পাদক সুজন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সভাপতি নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শৈকত তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানভীর হোসেন প্রমুখ। সভায় প্রতিজন নরসুন্দর ও পরিবহন শ্রমিককে এক হাজার টাকা করে প্রদান করা হয়।