রাঙামাটিতে করোনা সংক্রমন ৩০ শতাংশ
স্টাফ রিপোর্টার :
রাঙামাটিতে করোনা সংক্রমনের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষার তুলনায় সনাক্তের বিবেচনায় (৫জুলাই দুপুর পর্যন্ত) রাঙামাটিতে করোনা সংক্রমনের হার ৩০ শতাংশে দাঁড়িয়েছে। যা গত কয়েকদিনের তুলনায় বেশি। রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় জানায় গত ২৪ ঘন্টায় রাঙামাটি জেলায় ৯৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয় এর মধ্যে ৩০জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। যা প্রায় ৩০ শতাংশ। এর আগের দিনে ৮৮জনের পরীক্ষায় ২৫জনের করোনা পজেটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয় সুত্র জানায় গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে করোনা সনাক্ত ৩০ জনের মধ্যে সদরে ১৯জন, কাপ্তাই ৩জন, বাঘাইছড়ি উপজেলায় ১জন, কাউখালী উপজেলায় ৩জন, নানিয়ারচর উপজেলায় ১জন, লংগদু ২জন ও বিলাইছড়ি উপজেলায় ১জন।