বাঘাইছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোঃমহিউদ্দিন,বাঘাইছড়ি (রাঙামাটি) :
রাঙামাটির বাঘাইছড়ির চৌমুহনীতে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধ ভাবে জমি দখল করে গড়ে উঠা ২০ টি স্থাপনা উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ জুলাই ২০২১) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান।
সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠেছে এমন প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনায় সহায়তা করে (২৭ বিজিবি) মারিশ্যা জোন, পুলিশ ও আনসার ভিডিপির উর্ধতন কর্মকর্তা ও সদস্যগণ।
গত ৫ জুলাই সোমবার অবৈধ ভাবে গড়ে উঠা এসব স্থাপনা উচ্ছেদের ২৪ ঘন্টা সময় বেধে দেয় উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী নেতারা মঙ্গলবার সকাল থেকে এসব স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেন। আরো বেশ কয়েকটি অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উপজেলা সদর ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধন এবং নতুন ব্রীজের সড়কের উন্নয়নের কাজ চলছে তাই এসব স্থাপনা সড়ক প্রসস্তকরণে খুবই জরুরি। তাই এসব স্থাপনা সরিয়ে নেয়ার পাশাপাশি সড়কের পাশে গড়ে উঠেছে এমন সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, বাঘাইছড়িতে সড়কের দুই পাশে বহু অবৈধ স্থাপনা রয়েছে, ইতোমধ্যে আমরা সর্তকতামূলক বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছি, খুব শীঘ্রই অবৈধ সকল স্থাপনা উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তিনি উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন।