কাপ্তাইয়ে বিষ পান করে গৃহবধুর মৃত্যু

৪০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

দাম্পত্য কলহের জের ধরে কাপ্তাই উপজেলার পদুয়া ইউনিয়নের কমলাছড়ি গ্রামে এক গৃহবধু বিষ পান করে আত্মহত্যা করেছে বরে জানা গেছে। মুমূর্ষ অবস্থা চন্দ্রঘোনা মিশনারী হাসপাতালে নেয়া হলে সেখনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানায়, গৃহ বধু মাসছি মারমা (২২) দাম্পত্য কলহের জেরে স্বামীর সাথে অভিমান করে দুদিন আগে বিষ পান করেন। পরে পরিবারের অন্যরা তাঁকে চন্দ্রঘোনা মিশনারী হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

এ বিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।

Facebook Comments Box
You might also like