পানছড়িতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

৯৫

খাগড়াছড়ি প্খারতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। ঘাতক স্বামীর নাম দহ কুমার ত্রিপুরা (৫৫)। সে উপজেলার ১নং লোগাং ইউপির নীলাধন কার্বারী পাড়ার রেবতি ত্রিপুরার সন্তান। মৃত রুনালী ত্রিপুরা পাঁচ সন্তানের জননী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল হোসেন। এ ঘটনার পর পানছড়ি বাজার এলাকা থেকে ঘাতক দহ কুমার ত্রিপুরাকে আটক করে পুলিশ।
নিহত রুনালীর ছেলে শ্যামল ত্রিপুরা জানায়, দীর্ঘদিন ধরেই তার বাবা মা‘র মধ্যে পারিবারিক কলহের জের চলছিল। তার জেরে শুক্রবার ( ৯ জুলাই ২০২১) সকাল ৫টার দিকে গাছ কাটার দামা দিয়ে বাবা এলোপাতাড়ি কুপালে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং মরদেহ ময়না তদস্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

Facebook Comments Box
You might also like