রাঙামাটির তিন সাংবাদিক করোনা আক্রান্ত
স্টাফ রিপোর্টার :
মহামারী করোনা প্রতিরোধ যুদ্ধে ফ্রন্ট ফাইটার হিসেবে পরিচিত সংবাদকর্মীদের মধ্যে রাঙামাটি জেলায় কর্মরত তিন সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রন্তদের মধ্যে দুইজন রাঙামাটি সরকারী কলেজে স্থাপিত আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। অপরজন রাজস্থলী উপজেলায় নিজ বাড়িতে হোমে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রাঙামাটি সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানাযায়।
আক্রন্তরা হলেন দৈনিক আমাদের সময় এর রাঙামাটি জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ বেতার ও সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার রাজস্থলী প্রতিনিধি চাউচিং মার্মা ও বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা। জিয়াউর রহমান জুয়েল কাউখালী উপজেলা হতে আক্রান্ত হয়ে রাঙামাটি শহরে এসে আইসোলেশন সেন্টারে ভর্তি হন। এর আগে বিহারী চাকমা আক্রান্ত হয়ে আইসোলেশন সেন্টারে ভর্তি হন। চাউচিং মার্মা শুক্রবার করোনা পরীক্ষা দিলে শনিবার তার পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা এখনো স্বাভাবিক আছেন বলে জানান সিভিল সার্জন।
আক্রান্ত এসব সাংবাদিকের সুস্থতা কামনা করেছেন তাদের সহকর্মী ও সাংবাদিক নেতারা।