রাঙামাটি বিএনপির বৃক্ষরোপন কর্মসূচি
স্টাফ রিপোর্টার :
কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি। কঠোর বিধিনিষেধের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে এবং শহরের বিভিন্ন এলাকায় নেতৃবৃন্দ বৃক্ষের চারা রোপন করেন।
জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সাইফুল ইসলাম পনির, সিঃ যুগ্ন সম্পাদক এ্যাডঃ মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, মহিলা দলের সভানেত্রী মিনারা আরশাদ সহ বিএনপি ও অঙ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।