গরু চোর আটক রাউজানে

৭২

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাউজানে তিন মাস পূর্বে চুরি হওয়া একটি গরুসহ চোরকে আটক করে পুলিশে দিল জনতা। স্থানীয়রা জানান, রাউজানের ৭নং রাউজান ইউনিয়নের রশিদার পাড়া এলাকার মোঃ আজিমের একটি ষাড় গরু গত তিন মাস পূর্বেই রাতে তার গোয়াল ঘর থেকে চুরি হয়। ১১ জুলাই রবিবার সকালে একই এলাকার আবদুল মান্নানের পুত্র,পূর্ব রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী সেকান্দর চোরাই গরুটি করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বের করার সময় স্থানীয় জনতা দেখে গরুসহ সেকান্দরকে আটক করে। পরে খবর পেয়ে গরুর মালিক আজিম, স্থানীয় ইউপি সদস্যসহ সেকান্দরকে রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরুর কাছে নিয়ে গেলে চেয়ারম্যান হিরু চোরাই গরুসহ সেকান্দরকে রাউজান থানা পুলিশের হাতে তুলে দেন। এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্ল্রাহ আল হারুন বলেন, জনতা চোরাই গরু সহ গরু চোর সেকান্দরকে পুলিশের কাছে সোর্পদ করেছে । এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে ।

Facebook Comments Box
You might also like