বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
ডেস্ক রিপোর্ট :
রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বিলাইছড়ি সেনা জোন।
সোমবার (১২ জুলাই ২০২১) সকাল ১০টায় বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১নং ইউনিয়নের অন্তর্ভূক্ত সাক্রাছড়ি এলাকায় ৩০ প্যাকেট এবং দিঘলছড়ি ডাউন পাড়ায় ২৫ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়।
বিলাইছড়ি জোন কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন এর নেতৃত্বে এসব সহায়তা দেয়া হয়।
ক্যাপ্টেন বদরুল হুদা আকরাম এর উপস্থিতিতে প্রতিটি পরিবারের জন্য ০৫ কেজি চাল, ১ কেজি ডাল, ০২ কেজি আলু, 0১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম চিনি এবং ০১ কেজি তৈল বিতরণ করা হয়।
দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগীতায় অত্যন্ত খুশি।