রাউজানে সাড়ে চার হাজার গাছের চারা রোপন কর্মসূচি
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
চট্টগ্রামের রাউজানের ৬ নং বিনাজুরি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুলাই২০২১) ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নবীন মহাজন সড়কে এই কর্মসূচির আওতায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ৬ নং বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। স্থানীয় ইউপি সদস্য সজীব বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকনাথ মন্দিরের পুরোহিত বীর পুরুষ ব্রক্ষচারী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক খোকন বড়ুয়া, ইউপি সদস্য দেবপ্রিয় বড়ুয়া, উত্তম বিশ্বাস, ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক চন্দন বড়ুয়া। ৩ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নুর মিয়া, যুবলীগ নেতা তরুণ বড়ুয়া, শেখ আলম। এ সময় উপন্থিত ছিলেন, পিন্টু চৌধুরী, নিতাই চৌধুরী, কাজল বিশ্বাস, অরুণ গুপ্ত, প্রদীপ দাশ, সুকুমার সরকার, রতন বিশ্বাস, মানস সরকার, মোঃ আলাউদ্দীন, মাহমুদুল চৌধুরী, আরফাত রহমান, নজরুল ইসলাম, শ্যামল দে, শিবাস দে। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের রাউজান-নোয়াপাড়া সড়ক, স্থানীয় বিভিন্ন সড়কে সাড়ে চার হাজার বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপন করা হবে। স্থানীয় চেয়ারম্যান সুকুমার বড়ুয়া বলেন, সবুজ রাউজানের রূপকার, বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে বিনাজুরীকে সবুজায়নের ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডে নবীন মহাজন সড়কে চারাগাছ রোপন করা হয়। ইউনিয়নের সর্বত্র বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে।