রাঙামাটিতে কঠোর বিধিনিষেধের প্রথম দিন জনজীবন স্থবির
মোঃ সরোয়ার্দি সাব্বির :
তৃতীয় দফা কঠোর বিধিনিষেধের প্রথম দিন রাঙামাটিতে কড়াকড়িভাবে পালিত হচ্ছে। শুক্রবার প্রথম দিনে রাঙামাটির সব ধরনের যান চলাচল, শপিংমল, সরকারী বেসরকারী অফিস ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বাজার ও রাস্তাঘাটে মানুষের চলাচল একেবারেই কম। স্থবির হয়ে পড়েছে জনজীবন।
এদিকে বিধিনিষেধ কার্যকর করতে সকাল থেকে রাঙামাটি শহরে প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে চারটি মোবাইল কোর্ট কাজ করছে। পুরো জেলায় টহল দিচ্ছে জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর বিশেষ দল। খোলা রয়েছে ওষুধ ও খাবারের দোকান। চলাচল করছে জরুরী পরিষেবাদানকারীদের যানবাহন।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের মাঝে বিধিনিষেধ মানার প্রবনতা বেশি। তবে গণপরিবহণ না থাকায় জরুরী প্রয়োজনে বের হওয়া মানুষদের দূর্ভাগ পোহাতে হচ্ছে। দূর্ভোগ বেড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিন্ম আয়ের মানুষের।