বিলাইছড়িতে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

৬৯

বিলাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বিলাইছড়ি ইউনিয়নের মহেন্দ্র তঞ্চঙ্গা (৭০) নামের এই ব্যক্তির মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের টেকনোলজিস্ট বিষ্ণু চাকমা জানান, বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা বুঝে তাকে করোনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করার পর পর্যায়ক্রমে তার অবস্থার অবনতি ঘটে। শেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা নিশ্চিত করে জানান, তিনি করোনা পজিটিভ ছিলেন। আমরা তাকে বিলাইছড়ি হাসপাতালে করোনার উপযুক্ত চিকিৎসা তথা আইসিইউ ব্যবস্থা না থাকায় রেফার করেছি। কিন্তু তারা যেতে রাজি না হওয়ায় বিলাইছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
You might also like