তথাকথিত রাঙামাটি প্রেসক্লাবে অস্থিরতা, সরে গেল আরো এক সদস্য

১৫১

স্টাফ রিপোর্টার :

আভ্যন্তরীন কোন্দল, বিতর্কিত কর্মকান্ডের জেরে নবসৃষ্ট তথাকথিত রাঙামাটি প্রেসক্লাবের নয়জন সদস্য পদত্যাগের আট দিনের মাথায় আরো একজন পদত্যাগ করলন। এ নিয়ে মোট ১০জন সদস্য ওই প্রেসক্লাব থেকে সরে গেলেন। এছাড়াও ওই সংগঠনের সাথে থাকা অনেক সদস্য এখন নিষ্ক্রিয় রয়েছেন। সংগঠন থেকে আরো বেশ কয়েকজন পদত্যাগ করার অপেক্ষায় আছেন বলে জানাগেছে।

সংশ্লিষ্টরা জানান, রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের প্রধান ও প্রাচীন সংগঠন রাঙামাটি প্রেসক্লাবে সদস্য অর্ন্তভূক্তির জটিলতা নিরসনের লক্ষে বিগত ছয় মাস আগে প্রেসক্লাবের বাইরে থাকা  সাংবাদিকদের একটি সমন্বিত উদ্যোগকে ঘিরে পরবর্তীতে তৈরী হওয়া তথাকথিত প্রেসক্লাবে অস্থিরতা বেড়েই চলেছে। সংগঠন সৃষ্টির উদ্দেশ্য ও চলমান কার্যক্রমে ওই সংগঠনের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টির এক পর্যায়ে তথাকথিত ওই প্রেসক্লাব থেকে মূলধারার ৯জন সদস্য গেল ১৫জুলাই পদত্যাগ করেন। এরপর শুক্রবার (২৩জুলাই২০২১) বিহারী চাকমা নামের আরো একজন সদস্য পদত্যাগ করেন।

পদত্যাগকারী সদস্যরা জানান, শাখাওয়াত হোসেন রুবেল ও আনোয়ার আল হকের নেতৃত্বাধীন রাঙামাটির প্রাচীন ও মূল সংগঠন প্রেসক্লাবে সদস্য অর্ন্তভুক্তির সমস্যা নিরসনের যে লক্ষে একটি উদ্যোগে নেয়া হয়েছিলো তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। একই নামে আলাদা একটি সংগঠন তথা রাঙামাটি প্রেসক্লাব করার মাধ্যমে রাঙামাটিতে সাংবাদিকদের মধ্যে বিরাজমান সৌহাদ্যপূর্ণ পরিবেশ নষ্ট করা হয়েছে এবং মূল সংগঠনের সাথে বিরোধ ও বিষেধাগার ছড়ানো হচ্ছে। তাই তথাকথিত ওই প্রেসক্লাব থেকে সরে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক নবসৃষ্ট প্রেসক্লাবের দু্নজন শীর্ষ নেতা বলেন, কেন পাল্টা প্রেসক্লাব করা হয়েছে বুঝতে পারছি না। এ ক্লাবের কয়েকজন উদ্যোক্তার কাজ হলো মূল প্রেসক্লাবের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও বিষেধাগার ছড়ানো। তিনি বলেন যেহেতু মূল প্রেসক্লাব দুই দফায় সদস্য নিয়েছেন তাহলে সমস্যা অনেকটা সমাধানের পথে কিন্তু মনে হচ্ছে বিশেষ উদ্দেশ্যে নতুন করে গড়ে উঠা প্রেসক্লাবটিকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এটা আমরা সুস্থধারার সাংবাদিকরা মানতে পারি না।

নতুন করে গড়ে উঠা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিমেল চাকমা বলেন, আমরা যারা মূলত নতুন ক্লাবটি গড়ে তুলেছি আমরা কেই ক্লবা ছাড়িনি যারা পদত্যাগ করেছেন তারা আমাদের সাথে আগেও ভালভাবে ছিল না। তিনি বলেন পাঁচ জন থাকলেও আমরা এ ক্লাবটি টিকিয়ে রাখবো। মূল প্রেসক্লাবে আমরা কখনো যাব না। তিনি বলেন যারা মূল ধারার নয় তারা আমাদের ক্লাব ছেড়ে গেলেও সমস্যা নেই।

এদিকে মূল সংগঠন রাঙামাটি প্রেসক্লাব ইতোমধ্যে দুই দফায় ১৬জন নতুন সদস্য অর্ন্তভূক্ত করেছে। এখন এ সংগঠনের মোট সদস্য সংখ্যা ২৬জন। ৭০ দশকে প্রতিষ্ঠত সাংবাদিকদের প্রাচীন এ সংগঠনটিতে দীর্ঘদিন সদস্য ভর্তি বন্ধ ছিলো। চলতি বছরের শুরুতে রাঙামাটি প্রেসক্লাব প্রথম দফায় সাত জন ও গেল সপ্তাহে দ্বিতীয় দফায় আরো ৯জনকে সদস্য পদ দেয়।

Facebook Comments Box
You might also like