রাঙামাটি প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাংবাদিক সোলায়মান
স্টাফ রিপোর্টার
রাঙামাটির সাংবাদিকদের মূল এবং প্রাচীন সংগঠন রাঙামাটি প্রেসক্লাবের সদস্য পদ পেলেন রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএ টিভির রাঙামাটি জেলা প্রতিনিধি ও হিল নিউজের সম্পাদক মোহাম্মদ সোলায়মান। গত ১৭ জুলাই রাঙামাটি প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির এক সভায় রাঙামাটি জেলায় মূল ধারার গণমাধ্যমে কর্মরত ৯জন সাংবাদিককে সদস্য পদ দেয়া হয়।
সাংবাদিক সোলায়মান ২০০১ সালে ছাত্রজীবন অবস্থায় সাংবাদিকতা শুরু করেন। সাংবাদকর্মীদের অধিকার এবং মূলধারার সাংবাদিকতা প্রতিষ্ঠায় প্রতিবাদি কন্ঠস্বর হিসেবে তিনি পরিচিত। শুরুতে তিনি পার্বত্য চট্টগ্রামের প্রথম সংবাদপত্র দৈ
নিক গিরিদর্পন পত্রিকায় কাজ শুরু করেন। পরে তিনি জাতীয় দৈনিক জনতা, দেশ বাংলা, সাপ্তাহিক আজকের সুর্যোদয়, দৈনিক নয়া বাংলা, দৈনিক আমার দেশ, বৈশাখী টেলিভিশন, দিগন্ত টেলিভিশন, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকায় রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়াও তিনি দৈনিক রাঙামাটির নির্বাহী সম্পাদক, পার্বত্য চট্টগ্রামের প্রথম অনলাইন টেলিভিশন সিএইচটি টিভির অন্যতম পরিচালক
ও বার্তা প্রধানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এসএটিভি, দৈনিক আমাদের অর্থনীতি ও দিনক বীর চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় রাঙামাটি জেলা প্রতিনিধি এবং পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক জনপ্রীয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল হিল নিউজের
সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনি তিন মাসব্যাপী টিভি সাংবাদিকতা, অনুসন্ধানি সাংবাদিকতা, ফটো জার্নালিজম, সংবাদ পাঠক ও উপস্থাপনা সহ ৪০টির বেশি প্রশিক্ষণ গ্রহণ করেন। সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার আন্দোলন, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার ব্যাপক বিচরণ রয়েছে। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাবেক
কার্যনির্বাহী সদস্য, এফপিএবি রাঙামাটি শাখা কার্যনির্বাহী কমিটির সদস্য, রাঙামাটি রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক, দারুস সুন্নাহ হেফজুল কুরআন ও নুরানী মাদ্রসার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।