লকডাউনের ব্যাথা
ঃ এবি সোহেল ঃ
লকাডাউনে পেটে নেই ভাত,
কর্ম নেই, মাথায় পড়লো হাত।
উপার্জনের নেই কোনো পথ,
কর্মহীন মানুষ ক্ষুধায় আহত।
লকডাউনে করোনার ভয়ে
রাস্তা ঘাট ফাঁকা আছে হয়ে,
কি করবে জনগন?কে দিবে কাজ?
মধ্যবিত্ত বিপাকে, মুখে রেখে লাজ।
বিত্তশালী আছে গো বেশ
মধ্যবিত্ত ক্ষুধায় হচ্ছে শেষ,
গরীবের দূঃখ বুঝবে কে?
সে গরীব বলে অকালে মরবে।
খাদ্য নিশ্চিত করে
লকডাউন দেওয়া উচিত ছিলো,
কে বলবে এ কথা?
কে বুঝবে ক্ষুধার্তে কি জ্বালা?
যে পড়েছে বিপাকে সে বুঝে ব্যাথা।