রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
॥ এম.নাজিম উদ্দিন ॥
স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭জুলাই২০২১) রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এম.পি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো. মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো.শহীদুজ্জামান মহসীন রোমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ.শাহাজাহান, জেলা আওয়ামী ওলামালীগের সভাপতি ক্বারী মো.ওসমান গণিসহ অন্যান্যরা। দোয়া ও মিলাদ মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দ।