কাপ্তাইয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

১০৮

স্টাফ রিপোর্টার :

রাঙামাটিতে যুবলীগ নেতা হত্যা মামলার এজাহারভূক্ত আসামীসহ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর তিন সন্ত্রাসীকে অস্ত্র ও মদসহ আটক করেছে নিরাপ বাহিনী। সেনা বাহিনীর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে এই তিন সন্ত্রাসীকে অস্ত্র, মদ ও চাঁদাবাজির রশিদসহ গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো বিজয় তংচংঙ্গ্যা (৩২), সনাধন চাকমা (৩৭) ও শিশু বিকাশ চাকমা (৪৫)।

চঘোনা থানার ওসি ইকবাল বাহার ধুরী জানিয়েছেন, জেএসএস এর সক্রিয় সন্ত্রাসী বিজয় তংচংঙ্গা (৩২) চিৎমরম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি উসেপ্রু মারমা হত্যা মামলার এজাহারভূক্ত ১৮নং আসামী। গোপন সংবাদের ভিত্তিতে মলবার সকালে রাইখালী জোন ও চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানের মাধ্যমে ভালুকিয়া এলাকা কে তাকে ফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে চঘোনা থানায় অস্তত্র মামলা দায়ের করা হয়েছে মামলা নাম্বার-২ বলে নিশ্চি ত করেছেন ওসি ইকবাল বাহার চৌধুরী। ২০২০ সালের পহেলা এপ্রিল দিবাগত রাত ১২টার সময় কা ই উপজেলাধীন চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ডেনিজ বাড়িতে ঢুকে যুবলীগের নেতা উসেপ্রুকে ঘুম থেকে তুলে বাইরে নিয়ে গুলি করে হত্যা করেছে জেএসএস এর সন্ত্রসীরা। এই ঘটনায় ৫/০৪/২০২০ তারিখে চন্দ্রঘোনা থানায় দায়েরকৃত হত্যা মামলায় জেএসএস(স) সন্ত্রসী বিজয় তংচংঙ্গা এজাহারভূ আসামী ছিলো। অপরদিকে মলবার সকালে পন সংবাদের ভিত্তি তে কা ইয়ের হরিণছড়া এলাকায় অভি যান পরিচালনা করে স লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশ দুই সন্ত্রসীকে অস্ত্রতসহ আটক করেছে নিরাপত্তা বাহিনী। কাপ্ততাইয়ের ৭ আরই ব্যাটালিয়ান কর্তৃপক্ষের নেতৃত্বে সনাধন চাকমা (৩৭) এবং শিশু বিকাশ চাকমা (৪৫) কে ০২টি দেশীয় বন্দুক, ০১ রাউন্ড এ্যামুনেশন, ০২টি বাইল ন, ০১টি ছুরি, ০১টি চাঁদা সংগ্রহের রেজি র এবং এলকোহলসহ গ্রেফতার করা হয়েছে

Facebook Comments Box
You might also like