টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, লামা-আলীকদম সড়ক যোগাযোগ বন্ধ
বান্দরবান প্রতিনিধি :
টানা বর্ষণে তলিয়ে গেছে বান্দরবানের লামা, আলীকদমের প্রধান সড়ক। প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবার থেকে লামা-আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বৃষ্টির কারণে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বিভিন্নস্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ হতে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।
এদিকে মঙ্গলবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে খেলার মাঠে বৃষ্টির জমে থাকা পানিতে সাঁতার কাটতে গিয়ে আশীষ বড়ুয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে ।
কয়েকদিনের বৃষ্টিতে বান্দরবানের সাংগু ও মাতামুহুরী নদীর পানির উচ্চতা বেড়ে গেছে। ফলে নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়ে বহু বসতঘর পানিতে তলিয়ে গেছে।