রাজপথ গরুর দখলে
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারে দেয়া কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। রাস্তাঘাটে মানুষের চলাচলও কম। তাই রাস্তায় বেরিয়ে এসেছে গৃহ পালিত পশু। এ ছাড়াও রাস্তায় কুকুরে উপদ্রবও বেশি । গাড়ি চলাচল না থাকায় সড়কের মাঝখানেই আয়েশে বসে আছে গরুর দল। ছবিটি রাঙামাটি শহরের উপজেলা পরিষদের সামনে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের। ছবি তুলেছেন দৈনিক আমাদের নতুন সময়ের রাঙামাটি প্রতিনিধি চৌধুরী হারুনুর রশীদ।