ইসলামিক ব্যাংক রাউজান জলিল নগর এজেন্ট শাখার যাত্রা শুরু

৬৬

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাউজান শাখার আওতায় রাউজান জলিল নগর এজেন্ট ব্যাকিং শাখার যাত্রা শুরু করেছে। সোমবার (২আগস্ট ২০২১) দুপুরে ইসলামী ব্যাংক রাউজান জলিল নগর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ইসলামী ব্যাংক লিমিটেড রাউজান শাখা প্রধান সৈয়দ মোহাম্মদ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও রাউজান শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ আনসার উদ্দিনের সঞ্চলনায় অনুষ্টিত এজেণ্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী আজিজুল হক কোম্পানী, সমাজ সেবক নিজাম উদ্দিন, রাউজান মহিলা মার্দ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মান্নান। অনুষ্টানে স্বাগত্ব বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রাউজান শাখার অপারেশন ম্যানেজার এস এ এম যুবায়ের। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রাউজান জলিল নগর এজন্ট ব্যাংকিং শাখার এজেন্ট হাফেজ মাওলানা হাবিবুল্ল্রাহ, প্রকৌশলী গিয়াস উদ্দিন, লোকমান হাকিম, এস এম সাইফুউদ্দিন । অনুষ্টান শেষে দোয়া ও মোনাজাত করেন রাউজান জলিল নগর সাইয়িদ্যুস শোহাদা মাদ্রাসার পরিচালক আলহাজ¦ মোঃ ইউছুপ প্রমুখ ।

Facebook Comments Box
You might also like