রাজস্থলীতে জেএসএসের চাঁদা কালেক্টর আটক

২৯৪

রাজস্থলী সংবাদদাতা :

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজার থেকে উক্যানু মারমা নামের এক চাঁদা কালেক্টরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ জুলাই২০২১) তাকে আটক করা হয়। সে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন সন্তু লারমা নেতৃত্বাধী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর পক্ষে চাঁদা কালেকশান করতো বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী।

রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফজল আহমদ খান জানান, সে লংগদু পাড়ার কৃষক তুইনুমং মারমা হত্যা মামলার আসামী। বৃহস্পতিবার তাকে রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি জানান।

বাঙালহালিয়া সেনা ক্যাম্প অধিনায়ক লেঃ সাদ মাহমুদ ও ওয়ারেন্ড অফিসার রাসেদ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে এ চাঁদাবাজকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সকল কার্যক্রমের কথা স্বীকার করেন। আটকের পর তাকে রাজস্থলী থানায় সোপর্দ করা হয়।

Facebook Comments Box
You might also like