এক টেবিলে রাঙামাটির সাংবাদিকরা

১৬০

স্টাফ রিপোর্টার:

ভেদাভেদ ভুলে এক টেবিলে রাঙামাটির সব সাংবাদিক। সকলে এক সাথে পথ চলায় একমত  হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট ২০২১) সন্ধ্যায় রাঙামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে মিলিত হন ক্লাবের সদস্য ও বাইরে থাকা অন্য সাংবাদিকরা। পরষ্পর একে অপরকে মিষ্টি খাইয়ে দিয়ে সকল ভূল বুঝাবুঝির অবসান ঘটান।  এ সময় তাৎক্ষণিকভাবে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রেসক্লাবের সাথে সংহতি প্রকাশ করে নব গঠিত প্রেসক্লাব বিলুপ্তির ঘোষণা দেন সিনিয়র সাংবাদিক রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি  সুশিল প্রসাদ চাকমা।

মত বিনিময় শেষে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ প্রেসক্লাবের উপস্থিত সদস্যরা সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা এবং নন্দন দেবনাথসহ উপস্থিত সাংবাদিকদের মিষ্টিমুখ করান।

সম্প্রতি রাঙামাটি প্রেসক্লাবে সদস্য অর্ন্তভুক্তির জটিলতা নিয়ে জেলায় কর্মরত সাংবাদিদের মাঝে ভূলবুঝাবুঝি ও মত বিরোধ দেখা দেয়। নতুন একটি পাল্টা প্রেসক্লাবও গঠন করা হয়। কিন্তু মূল প্রেস ক্লাব তাদের গঠনতান্ত্রিক নিয়মে দুই দফায় সদস্য অর্ন্তভুক্তির পর সাংবাদিকদের ভুল ভাঙতে থাকে এবং দূরত্ব কমে আসে। এক পর্যায়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই সব সাংবাদিক একটেবিলে বসে নিজেদের সমস্যা সামাধান করেন এবং মহান পেশার মান মর্যাদা রক্ষায় ঐক্যমত হন। এ সময় নেতৃবৃন্দ বলেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু কাদাছুড়াছুড়ি নয়। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসংহতি, অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে এবং অসহায় মানুষের পক্ষে কাজ করতে হবে।

সংক্ষিপ্তত মত বিনিমময় সভায় সাংবাদিক সুশীশল প্রসাদ চাকমা বলেন, রাঙামাটির সাংবাদিক সমাজ এখন নতুন করে আবারও ঐক্যবদ্ধ হয়েছে, তাই একই নামে রাঙামাটিতে আর একটি প্রেসক্লাব রাখার  কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা নেই। বক্তব্যে তিনি নতুন প্রেসক্লাব বিলুপ্ত করার ঘোষণা দিয়ে বলেন, আমরা এখন থেকে পারস্পরিক ভেদাভেদ ভুলে একসাথে পথ চলবো। এবং তৃতীয় কেউ যাতে সাংবাদিকদের ঐক্য বিনষ্ট করতে না পারে সেদিকে লক্ষ রাখবো।

প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বলেন, সাংবাদিকরা বুদ্ধিবৃত্তিক পেশায় জড়িত, তারা নিজেরা নিজেদের মর্যদা ভালোভাবেই বুঝে। আমাদের বিষয় আমরা নিজেদের উদ্যোগে সমাধান করে আজ প্রমাণ করতে পেরেছি যে, সাংবাদিকরা প্রকৃতপক্ষে বাস্তববাদী।

তাৎক্ষনিক এ মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সহ-সভাপতি অলি আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেফাজত উল বারী সবুজ, সাংবাদিক নন্দন দেব নাথ, ফজলুর রহমান রাজন, কামাল উদ্দীন, মনসুর আহমেদ, শান্তিমময় চাকমা, উড়াল মনি চাকমা হিমেল, মোঃ হান্নান, আলমগীর মানিক, ফাতেমা জান্নাত মুমু, সাধন বিকাশ চাকমা ও জিয়াউর রহমান জুয়েল।

Facebook Comments Box
You might also like