পাহাড়ে সংক্রমণের হার জাতীয় হারকে ছাড়িয়েছে

১০০

বিশেষ প্রতিনিধি :

করোনার দ্বিতীয় ঢেউয়ে পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা) বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গতিতে বাড়ছে সংক্রমণের হার। করোনা হানা দিয়েছে পাহাড়ের প্রত্যন্ত এলাকায়। তিন জেলায় বর্তমান সংক্রমনের হার জাতীয় হারকে ছাড়িয়েছে। শুক্রবার (০৬আগস্ট ২০২১) দেশে জাতীয়ভাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিলো ২৬ দশমিক ২৫ শতাংশ । ওই দিন তিন জেলার সংক্রমনের হার ছিলো জাতীয় হারের চেয়ে বেশি। স্থানীয় সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে রাঙামাটি জেলায় শুক্রবার (০৬আগস্ট ২০২১) সংক্রমনের হার ছিলো ৪৩ দশমিক ৬৪ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ছিলো ৩২ দশমিক.১৪ শতাংশ আর বান্দরবান জেলায় সংক্রমণের হার ছিলো ৩৮ দশমিক ৭৮ শতাংশ।

জনগণের উদাসিনতার কারণে এমন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া সীমান্তবর্তী এলাকা ও জেলার সাথে সারা দেশের মানুষের অবাধ যাতায়াতও এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

খাগড়িাছড়ি সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ হিল নিউজকে বলেন, করোনার প্রথম অবস্থায় পাহাড়ের মানুষ যে রকম সচেতন ছিলো দ্বিতীয় ঢেউয়ে উদাসিন ছিলো বেশি। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সচেতন না হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, সংক্রমন নিয়ন্ত্রণে সাধারণ জনগণকে আরো সচেতন হতে হবে এবং সরকারী বিধিনিষেধ মানতে হবে। পাশিাপাশি প্রশাসনকে আরো কঠোর হবার পরামর্শ দেন তিনি।

 

 

 

Facebook Comments Box
You might also like